খেলাধুলা

কোপা আমেরিকার পর মেসির স্বপ্ন এখন বিশ্বকাপ ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ক্লাব ফুটবলে এমন কোনও শিরোপা নেই যেটা জেতা হয়নি লিওনেল মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে ছিল শুধুই হাহাকার। অবশেষে এ বছর শিরোপা খরা কেটেছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। দীর্ঘ অপেক্ষা শেষে তার হাত ধরেই আর্জেন্টিনা পেয়েছে সাফল্য, উঁচিয়ে ধরেছে কোপা আমেরিকার শিরোপা। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব জেতার পর এখন বিশ্বকাপ ফাইনালে চোখ করেছেন মেসি।

কোপার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে আত্মবিশ্বাসে ভরপুর বর্তমান আর্জেন্টিনা। টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে নিশ্চিত করেছে ২০২২ বিশ্বকাপের মূল পর্ব। কাতারের টিকিট কাটার পর আরেকটি ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মেসি। আর্জেন্টিনার বর্তমান পারফরম্যান্স তাকে আশা দেখাচ্ছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় সাক্ষাৎকার দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। সেখানেই কোপা জয় নিয়ে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে এই প্রাপ্তি অসাধারণ ও অনন্য। এই অর্জনের জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, সেটা হলো কোপা আমেরিকা। বেশ কয়েকবার খুব কাছে গিয়েছিলাম কিন্তু জিততে পারিনি। আমরা আমাদের বাছাইয়ের মিশনও সম্পন্ন করেছি। এখন আমরা আরও অনেক দূর যেতে চাই।’

আলবিসেলেস্তেদের বর্তমান পারফরম্যান্সে বেশ আশাবাদী মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও চার বছর পর রাশিয়ার আসরে ভালো করতে পারেনি আর্জেন্টিনা। তবে কোপা জয়ের পর নতুন করে স্বপ্ন দেখছেন সাবেক বার্সেলোনা তারকা, ‘এই মুহূর্তে আমরা খুব ভালো করছি। কোপা আমেরিকা জয় আমাদের অনেক সাহায্য করেছে, দলের কার্যক্রম এখন অন্যরকম ও অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে আমরা জানি ফেভারিটের তালিকায় উঠতে হলে আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’

আর্জেন্টিনার আগে ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে স্পেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল হলে কেমন হয়, মার্কার এমন প্রশ্নে মেসি বলেছেন, ‘অবশ্যই। স্পেন কিংবা অন্য যে কেউ…। আমি আরেকটি ফাইনাল খেলতে চাই (আর্জেন্টিনার হয়ে) এবং আরেকটি লক্ষ্য অর্জন করতে চাই। এই উদ্যম ও স্বপ্ন সবসময়ই আছে।’

আরো পড়ুন:

যাদের হাতে কাতার বিশ্বকাপের টিকিট

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *