স্বাস্থ্য

জনসনের এক ডোজের করোনা ভ্যাকসিন অনুমোদন দিলো ব্রিটেন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: জনসন অ্যান্ড জনসনের এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (২৮ মে) দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) চতুর্থ ভ্যাকসিন হিসেবে এটির অনুমোদন দিয়েছে। খবর এএফপির।

ব্রিটিশ সরকারের আশা, এক ডোজের ভ্যাকসিনটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী বরিস জনসন এই অনুমোদনকেও স্বাগত জানিয়েছেন। যুক্তরাজ্যে আতঙ্ক ছড়ানো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পেতে দেশটির তরুণরা এই ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেছেন। জনসন অ্যান্ড জনসনের কাছে ভ্যাকসিনটির দুই কোটি ডোজ অর্ডার দিয়েছে যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, মাঝারি থেকে গুরুতর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিনটি ৭২ শতাংশ কার্যকর। ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা। এটি সাধারণ ফ্রিজে রাখলেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *