আইন আদালত

সাংবাদিক রোজিনার পাসপোর্ট আবেদনের শুনানি রোববার

সাংবাদিক রোজিনার পাসপোর্ট আবেদনের শুনানি রোববার সাংবাদিক রোজিনা, ফাইল ছবিঅফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পাওয়া দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম তার পাসপোর্ট ও জব্দ হওয়া জিনিসপত্র চেয়ে আবেদন করেছেন।
বুধবার (১৫ সেপ্টম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার (১৯ সেপ্টম্বর) দিন ধার্য করেন।

রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ মে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ।
বিচারক জামিন আদেশে বলেন, পাঁচ হাজার টাকা মুচলেকায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে। গণমাধ্যম ও বিচারবিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *