প্রচ্ছদ

আফগানিস্তানে স্থিতিশীলতা দেখতে চায় সৌদি আরব

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তানের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে তালেবানকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি দেশটি আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বলেও জানানো হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র দফতরের তরফে এই আহ্বান জানানো হয়।

গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি উল্লেখ করেছেন, রিয়াদ খুবই গভীরভাবে আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে রিয়াদ।

এদিকে, আফগানিস্তানে মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, গত দুই দশকে আফগানিস্তানে তাদের নেওয়া অনেক পদক্ষেপ ভুল ছিল। এছাড়াও তিনি বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *