উৎসব-পার্বণ

বুধবার থেকে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু ঢাবিতে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হবে আগামীকাল বুধবার (২৯ ডিসেম্বর)। এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে এই উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে সকাল ১১টায় তিন দিনব্যাপী জয়নুল মেলার উদ্বোধন করবেন যৌথভাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.আবুল মনসুর।

মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ এবং শিল্পাচার্য-পুত্র খায়রুল আবেদিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

এতে আরও জানানো হয়, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। আগামী ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে জয়নুল স্মারক বক্তৃতা ২০২১ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠেয় এতে কামরুলের ‘শিল্পাদর্শন: লোক ঐতিহ্যের প্রতি অনুরাগ ও আধুনিকতা’ শীর্ষক বক্তৃতা উপস্থাপন করবেন ঢাবি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং অধ্যাপক ঢালী আল মামুন।

আরো পড়ুন:

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস’ : এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *