প্রচ্ছদ

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস’ : এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ২৪শে ডিসেম্বর শুক্রবার ওয়াশপুরেলিডোপিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিতায় ‘চিত্রকারখানা’ তাদের এ বছরের শেষ ইভেন্ট ‘শেয়ারিং হ্যাপিনেস’ এর বর্ণাঢ্য আয়োজন করে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত এতিম শিশুদের মাঝে নতুন জামাকাপড়, শীতকালীন সহায়তা, খেলনা, বই, মাস্ক এবং প্রয়োজনীয় মুদি সামগ্রী বিতরণ করে।

এ বছর চিত্রকারখানা ও তাদের সহযোগী সংগঠনের লক্ষ্য ছয় শতাধিক মানুষের মুখে হাসি ফোটানো। এ উদ্যোগ ১৭ই ডিসেম্বর শুরু হয়েছে এবং ২৫শে ডিসেম্বর পর্যন্ত ঢাকা জুড়ে বিভিন্ন জায়গায় চলে। এই আনন্দ-উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের এশিয়াপ্যাসিফিক-এর হেড অব কমপ্লায়েন্স ব্যারিস্টার মশিউর রহমান অভি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসরাত করিম ইভ, স্বদেশী উদ্যোক্তার ম্যানেজিং পার্টনার আহমেদ ফারহান মুকিম, বাংলাদেশ সমন্বিত মানব উন্নয়ন কর্মসূচির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাইমিনুল রাকিব।

‘লিডোপিস হোম’-এর শিশুদের একটি স্বাগত বার্তা এবং গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিশুদের কথা শোনার পর, চিত্রকারখানার সহ-প্রতিষ্ঠাতা ইস্তিয়াক করিম, পিসহোম প্রকল্প এবং চিত্রকরখানা থ্রিসিক্স জিরোর অতিথিবৃন্দ এবং কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া স্বনামধন্য বাংলাদেশী ব্যান্ড ছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য স্থানীয় সংগীত শিল্পীদের সাথে বাচ্চারা মঞ্চে গান এবং নাটক পরিবেশন করেছে। নাটকের পর সান্তাক্লজ উপস্থিত হয়ে শিশু এবং অতিথিদের সাথে উপহার বিতরণ করেন।

ঐতিহ্যপূর্ণ আয়োজনের অংশ হতে পেরে লিডোপিসহোমের পরিচালক ফরহাদ হোসেন বলেছেন, “আমরা আমাদের লিডোপিসহোমে এই ধরনের আরও উৎসব আয়োজনের মাধ্যমে হাসি ও আনন্দমুখর পরিবেশ এতিম শিশুদের উপহার দিতে চাই।”

“শেয়ারিং হ্যাপিনেস” উ্দ্যোগটি চিত্রকারখানার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয় বছর ব্যাপী হয়ে আসছে। চিত্রকারখানা থ্রিসিক্স জিরোর উপদেষ্টা এসএম নাজমুস সাকিব বলেছেন, “আমাদের সহযোগী সংস্থাদের    সহযোগিতায় প্রতি বছর আরও বিস্তড়িত এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।” ইতিমধ্যে ইইউ ডাব্লিউ ব্রিস্টল এবং লিডোপিসহোমের সাথে চিত্রকারখানার চুক্তি স্বাক্ষর হয়েছে যাতে সারা বছর এই ধরনের আরও ইভেন্ট আয়োজন করা যায়।

আরো পড়ুন:

আজ থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *