তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র ২৫তম আসর শুরু ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১১-১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র ২৫তম আসর। ভৌত ও ভার্চুয়াল পদ্ধতির সংমিশ্রণে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

এছাড়াও একই সময়ে ‘ডাব্লিউসিআইটি ২০২১’ সম্মেলন ছাড়াও এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’ অনুষ্ঠিত হবে।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং কম্পিউটার সমিতি যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি। সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব তথ্য জানান।

আরো পড়ুন:

টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে মালয়েশিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *