কৃষি-মৎস্য

শেষ হলো নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ ধরবেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাতে থেকে ইলিশ ধরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অর্থাৎ ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আজ রাত ১২টা ১ মিনিটে। ফলে এখন থেকে পুনরায় পুরোদমে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল। আজ সোমবার মধ্যরাত সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এরপর ইলিশ ধরায় কোনো বাধা থাকবে না।

ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরো পড়ুন:

ফজলি আম ও বাগদা চিংড়ি পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *