প্রচ্ছদ

মোস্ট ওয়ান্টেড দাইরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে কলম্বিয়া

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারী দাইরো আন্তোনিও উসুগাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে কলম্বিয়া। গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শনিবার দাইরোকে আটকের পর কলম্বিয়ার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা দাইরোকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করবে।

কলম্বিয়ার সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হন দাইরো। তিনি কলম্বিয়ার সবচেয়ে বড় অপরাধী চক্রের নেতা।

‘অতোনিল’ নামেই অধিক পরিচিত দাইরো। ‘গালফ ক্ল্যান’ নামের মাদক চোরাচালানি চক্রের প্রধান তিনি। কলম্বিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দিন ধরে দাইরোকে হন্যে হয়ে খুঁজে অবশেষে ধরতে সক্ষম হয়।

দাইরো অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় আছেন। যুক্তরাষ্ট্র সরকার দাইরোর মাথার দাম ৫০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে রেখেছে।

অন্যদিকে, দাইরোর সন্ধান পেতে ৮ লাখ মার্কিন ডলার বা প্রায় ৭ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে রেখেছিল কলম্বিয়ার সরকার। দাইরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০০৩ থেকে ২০১৪ সালের মধ্যে কমপক্ষে ৭৩ মেট্রিক টন কোকেন আমদানির অভিযোগ রয়েছে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডিয়েগো মোলানো সংবাদমাধ্যমকে বলেন, তাঁর দেশের কর্মকর্তাদের পরবর্তী পদক্ষেপ হলো দাইরোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের প্রত্যর্পণের অনুরোধ অনুসরণ করা।

কলম্বিয়ার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আটকের পর দাইরোকে দেশটির রাজধানী বোগোটার একটি সামরিক ঘাঁটিতে নিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রাক্কালে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কলম্বিয়ার কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।

দাইরোকে আটকের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি বলেছেন, দাইরোকে ধরতে পারার ঘটনাটি চলতি শতকে কলম্বিয়ায় মাদক চোরাচালানের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত।

আরো পড়ুন:

আটক হলেন কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ অ্যাতোনিয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *