ব্যক্তিত্বসংস্কৃতি

শেখ রাসেলকে নিয়ে খোকন কুমার রায়ের হৃদয়স্পর্শী গান (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে হৃদয়স্পর্শী কথায়, সাবলীল উপস্থাপনায় সঙ্গীত রচনা করেছেন বিশিষ্ট কবি ও গীতিকার খোকন কুমার রায়।

“শেখ রাসেল” শিরোনামে গানটিতে তিনি বলতে চেয়েছেন- শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশের শিশুর মাঝেই মিশে আছে শেখ রাসেল।

বঙ্গবন্ধুর আদরের সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল মিশে আছে এ দেশের লাখো-কোটি শিশু-কিশোরের মাঝে।

গানের শুরুতেই খোকন কুমার রায় চমৎকার উপস্থাপনায় বলেছেন- “রাসেল তুমি আজও আছো মোদের হৃদয় জুড়ে / হৃদ আঙিনায় খেলছো সেই সাইকেলে ঘুরে ঘুরে।”

ছোট্ট রাসেলের খেলার সাথীরা আজো যেন অপেক্ষা করছে তার জন্য। পথপানে চেয়ে আছে, হয়তো রাসেল আবার ফিরে আসবে। কিন্তু নরপশুরা ভেঙ্গে দিলো ছোট্ট রাসেলের খেলাঘর। বর্বর পিশাচ, মানবতার শত্রুরা ছোট্ট শিশুর বুকে গুলি চালাতেও কুণ্ঠাবোধ করেনি।

রাসেলের বয়স যেন দশেই আটকে আছে। লাখো-কোটি শিশুর শৈশবে মিশে আছে রাসেল- এ কথাই বলতে চেয়েছেন গীতিকার, কবি ও ধূমকেতু বাংলার সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়।

গানটিতে সুর করেছেন ডিউক থিওটোনিয়াস মুরমু এবং কণ্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান শিল্পী ড. দেবপ্রসাদ দাঁ। ভিডিও সম্পাদনা করেছেন রানা সিকদার।

‘আদ্রিতা মুভিজ’ (Adrita Movies) এর ব্যানারে গানটি এখন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।

আরো পড়ুন:

বঙ্গবন্ধুকে নিয়ে খোকন কুমার রায়ের হৃদয়স্পর্শী গান “হৃদয়ে বঙ্গবন্ধু” (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *