আন্তর্জাতিকতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসর্বশেষ

বোর্ড অব ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ইলন মাস্ক

বোর্ড অব ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ইলন মাস্ক

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সবচেয়ে বেশি শেয়ারের মালিকানা কেনার পর এবার প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ইলন মাস্ক।

এ তথ্য নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০২৪ সাল পর্যন্ত টুইটারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বের শীর্ষ ধনী ব্যবসায়ী ইলন মাস্ক।

টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল মঙ্গলবার (৫ এপ্রিল) জানান, প্রতিষ্ঠানটির ‘ক্লাস টু ডিরেক্টর’ হিসেবে নিয়োগ পেয়েছেন ইলন মাস্ক। তার নিয়োগের মেয়াদ থাকবে ২০২৪ সাল পর্যন্ত।

এর আগে ২৮৯ কোটি ডলার দিয়ে টুইটারের মোট ৭ কোটিরও বেশি শেয়ার কেনেন ইলন মাস্ক। সোমবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

এর মধ্য দিয়ে এককভাবে টুইটারের সবচেয়ে বেশি অংশের মালিকানা অর্জন করেন মাস্ক, ছাড়িয়ে যান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসিকেও। টুইটারের ২ দশমিক ২৫ শতাংশ শেয়ারের মালিক ডোরসি।

এদিকে সোমবার (৪ এপ্রিল) ইলন মাস্কের শেয়ার কেনার খবরে এক লাফে ২৭ শতাংশ বেড়ে যায় মাইক্রোব্লগিং এ সাইটটির শেয়ারের দাম। আর মঙ্গলবার পরিচালনা পর্ষদে তার যোগ দেওয়ার খবরে এর শেয়ারের দর বেড়ে যায় আরও ৬ শতাংশ।

টুইটারের একজন সক্রিয় ব্যবহারকারী ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া সাইটটিতে ৮ কোটি ফলোয়ার তার। তবে টুইটারে মত প্রকাশের যথেষ্ট স্বাধীনতা নেই বলে কিছুদিন আগে এর কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন মাস্ক। এমনকি আসলেই এ সাইটটিতে মত প্রকাশের স্বাধীনতা আছে কি না নিজের ফলোয়ারদের কাছে এ সংক্রান্ত মতামত চেয়ে পোস্টও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *