শিক্ষা ও সাহিত্যসংস্কৃতি

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে খোকন কুমার রায়ের কালজয়ী গান (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিকে আলোর পথ দেখানোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। বাঙালির সকল অর্জনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত এই বিদ্যাপীঠটি।

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ১৯২১ সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে যেমনি আশার আলো দেখিয়েছিল, ঠিক তেমনি এ অঞ্চলের জনমানুষের দাবি আদায়েও নেতৃত্বের ভূমিকা পালন করে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট কবি ও গীতিকার খোকন কুমার রায় প্রিয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে লিখেছেন হৃদয়স্পর্শী গান। বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্র খোকন কুমার রায় “শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়” শিরোনামে তাঁর গানের শুরুতেই বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি মোদের স্বপ্ন আলয়/কত স্বপ্ন হলো সত্যি তোমার পরশ পেয়ে/পূর্ণ হলো জীবন তোমায় ভালোবেসে। তুমি অক্ষয় তুমি দুর্বার শত বর্ষেও এসে।”

মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ভূমিকা গানে তুলে ধরতে গিয়ে ধূমকেতু বাংলা’র সম্পাদক খোকন কুমার রায় বলেছেন- “কত শহীদের রক্তে রাঙানো তোমার প্রাঙ্গন/ইতিহাস হয়েই আছ তুমি মুক্তির আন্দোলন/তুমি অক্ষয় তুমি দুর্বার শতবর্ষেও এসে/কত স্নেহ কত মায়া কতই উচ্ছ্বাস গেঁথে থাকে মনে তোমার স্মৃতি ভালোবাসা আর ভাবনায়।”

গানটিতে সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান শিল্পী ড. দেবপ্রসাদ দাঁ।

‘আদ্রিতা মুভিজ’ (Adrita Movies) এর ব্যানারে গানটি এখন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।

গানটিতে স্মৃতিচারণমূলক ভিডিও দৃশ্যায়নে কলাভবন, অপরাজেয় বাংলা, টিএসসি, কার্জনহল, বিভিন্ন আবাসিক হল, কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন স্থাপনা স্থান পেয়েছে।

আরো দেখুন:

বঙ্গবন্ধুকে নিয়ে খোকন কুমার রায়ের হৃদয়স্পর্শী গান “হৃদয়ে বঙ্গবন্ধু” (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *