আন্তর্জাতিকসর্বশেষ

শান্তি চুক্তিতে প্রস্তুত জেলেনস্কি

শান্তি চুক্তিতে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের ব্যাপারে শান্তি চুক্তিতে প্রস্তুত জেলেনস্কি। পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই একাধিক আলোচনা হলেও বড় ধরনের কোনো অগ্রগতি আসেনি। এবারও তেমন এক প্রেক্ষাপটেই ফের আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

তুরস্কের ইস্তানবুলে মঙ্গলবার (২৯ মার্চ) উভয় পক্ষের শীর্ষ আলোচকদের অংশগ্রহণে এ বৈঠক শুরুর কথা রয়েছে।

তবে নতুন দফার আলোচনার আগে কিছুটা হলেও আশা জাগিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য। স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) রাতে এক ভিডিওবার্তায় তিনি জানান, রাশিয়া যদি নিরপেক্ষ অবস্থান থেকে সংঘাত বন্ধে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দেয়, তবে তা মেনে নিতে তার আপত্তি নেই। খবর বিবিসির।

তিনি বলেন, ‘আমি মনে করি, এ যুদ্ধ চাইলেই খুব দ্রুত শেষ করা সম্ভব। পুতিন সংঘাতকে দীর্ঘায়িত করছেন। আমরা শান্তি চুক্তিতে প্রস্তুত। তবে যতদিন রুশ বাহিনী আমাদের দেশে অবস্থান করবে, ততদিন কোনো সমঝোতা সম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *