অভিমতমাতৃভূমি

জন্মভূমিকে কেন ভালোবাসি – রাকিবুল হাসান

সম্প্রতি এক ভিডিও বার্তায় সুপ্রিয় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি “জন্মভূমিকে কেন ভালোবাসি” শিরোনামে সৃজনশীল লেখা আহ্বান করেছেন ধূমকেতু বাংলা (dailydhumketu.com)-এর সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়। এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে অনেকেই লেখা পাঠিয়েছেন। তাদের লেখাগুলো পর্যায়ক্রমে ছাপা হচ্ছে।

জন্মভূমিকে কেন ভালোবাসি

রাকিবুল হাসান :

বাংলাদেশ আমার মাতৃভূমি। বাংলাদেশ আমার জন্মভূমি। সংক্ষেপে বলতে গেলে, এ দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, খাবার, পরিবেশ, মানুষ, সমাজ, আতিথেয়তা অনন্য। যার তুলনা হয় না।

আরও পড়ুন: ভূমি সংক্রান্ত ফি দেয়া যাবে ‘নগদ’, ‘বিকাশ’ ও ‘উপায়’-এর মাধ্যমে

নদীতে মাছ ধরা, জমিতে কৃষকের লাঙ্গল দেওয়া, মাঠে নিয়মিত খেলার দৃশ্য, যাত্রা দেখা, মেলায় যাওয়া, নদীতে লাফিয়ে গোসল করার দৃশ্য হয়তো এ দেশে জন্মেছি বলেই উপভোগ করতে পেরেছি।

সকলের যেমন তার নিজ মাতৃভূমি তার জীবনের থেকে প্রিয়, তেমনি আমার দেশ আমার মায়ের মত প্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *