লেখালেখি

খোকন কুমার রায়ের কবিতা “সরল সমীকরণ”

সরল সমীকরণ

খোকন কুমার রায়

এপারের লেনদেনে মিলবে ওপারের সমীকরণ

ও পাগল মন, মনে আমার কঠিন আবরণ

এপারের লেনদেনে, ওপারের হিসাব মেলে

লাগে সবি গোলমেলে

এ তোমার কেমন আচরণ।।

শত শত পুঁথি পড়ি, নির্দেশ মত জীবন গড়ি

তবুও মনে নাই বিশ্বাস,

দেই শুধু নিজেরে আশ্বাস

দিবা নিশি ভেবে মরি,

কেমনে থামাই তোমার বিকিরণ ।।

এপারের ভোগ রেখে বাকি, ওপারেরই ছবি আঁকি

স্বপ্নে মাখি সোহাগ দিলে

মানে না মন বকেয়া বিলে

 নগদ লেনদেন চাও যে সদা, এ সমাজে কেমন প্রচলন ।।

আস্থা নাই মন কর্মফলে, ত্যাগের ফল যদি না মিলে

কিসে মন বিশ্বাস রাখি,

যদি সবই হয় গো ফাঁকি

আফসোসে আর কি হবে হবে তখন ।।

ওপারেরই লোভে পড়ে, ভোগ বিলাস সব দিলাম ছেড়ে

পড়শিরা কয় লোভে হয় পাপ

শুনে এই মন করে বিলাপ

লোভের ফাঁদে এই দুনিয়ায়,হইলো আমার অকালে মরণ ।।

পাবে না সুখ ওইপারে, যদি না মন খোঁজো তাঁরে

করো রে মন আত্মদর্শন,

খুলে দেখো হৃদয় দর্পণ

ভজ শুধু আপনারে,যাবে মিলে সরল সমীকরণ ।।

আরও পড়ুন: খোকন কুমার রায়ের কবিতা “ বয়স আমার ১৭ই! ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *