শিল্প ও বাণিজ্য

লকডাউনে পণ্য পরিবহনে বিশেষ ট্রেন চালু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনাকালীন পণ্যবাহী ট্রেনের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ ছয় রুটে ৮টি বিশেষ ট্রেন চালু করা হবে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিন থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *