প্রচ্ছদ

৬ দিন পর জেল থেকে মুক্তি পেলেন আরিয়ান

ভারতের মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে ২৬ দিন পর মুক্তি পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন তিনি। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসেন আরিয়ান।

সাধারণ মানুষ, চিত্রগাহকদের ভিড় পেরিয়ে সোজা গাড়িতে উঠে বাড়ির পথ ধরেন তিনি। তবে এসময় তার সঙ্গে দেখা যায়নি শাহরুখ খানকে। খবর এনডিটিভির

বৃহস্পতিবার তৃতীয় দফা শুনানি শেষে মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন আবেদন মঞ্জুর করেন। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও এদিন জামিন পান।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। পরদিন তাকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। দু’বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ গোপনের চেষ্টা করতে পারেন।

আরিয়ানের বিরুদ্ধে মাদক-মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও এরইমধ্যে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল ঘুষের অভিযোগ এনেছেন সমীরের বিরুদ্ধে। এই অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে।

এদিকে মামলার আরেক সাক্ষী কিরণ গোসাভিকে আটক করেছে পুলিশ। পুনে পুলিশ এ খবর নিশ্চিত করেছে। কিরণ এনসিবি দপ্তরে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছিলেন। একজন বেসরকারি তদন্তকারীর ব্যক্তিগত দেহরক্ষী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *