তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

৮ জুলাই নিলামে উঠবে নিউটনের ‘প্রিন্সিপিয়া’র নোট

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: পৃথিবী বিখ্যাত শিল্পীদের হাতের লেখা, চিঠি, বই, নোট, ব্যবহৃত পোশাক, ছবি নিলামে বিক্রি হওয়ার রেওয়াজ বহুকালের। সৌখিন মানুষেরা এগুলো রাখেন তাদের সংগ্রহে। এবিসি ডট নেটের এক খবরে বলা হয়েছে, আগামী ৮ জুলাই নিলামে উঠতে যাচ্ছে আইজ্যাক নিউটনের বিখ্যাত বই ‘ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথম্যাটিকা’র দ্বিতীয় সংস্করণের নোটগুলো।

হাতে লেখা ওই নোটগুলো ১০ লাখ ডলারে বিক্রি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪৮ কোটি টাকা।

২০১৬ সালে ‘ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথম্যাটিকা’ বা ‘ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অব ন্যাচারাল ফিলোসফি’ বইটির প্রথম সংস্করণের একটি কপি ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল। বিজ্ঞান প্রিয় মানুষের কাছে এটি প্রিন্সিপিয়া নামেই বেশি পরিচিত।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ জুলাই নিউটনের অমূল্য লেখাগুলোর জন্য দাম হাঁকা হবে৷ প্রতিষ্ঠানটির আশা, এর দাম ছয় লাখ পাউন্ড থেকে নয় লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। মার্কিন মুদ্রায় যা সাড়ে আট লাখ থেকে ১০ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *