শিল্প ও বাণিজ্য

গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্য উৎপাদনে কর ছাড়

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যারা দেশেই ব্লেন্ডার কিংবা ওয়াশিং মেশিন উৎপাদন করতে চান, তাদের জন্য ধূমকেতু। ব্লেন্ডার উৎপাদন করতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গৃহস্থালি কাজে দৈনন্দিন ব্যবহার হয়—এমন আরও বেশ কয়েকটি পণ্যে ভ্যাট ও আগাম কর অব্যাহতির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: বাজেট: দাম বাড়লো সিগারেটের

আজ বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। বেলা তিনটায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন শুরু হয়।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে গৃহস্থালিকাজে ব্যবহার্য পণ্য যাতে দেশে উৎপাদিত হয়, সে উদ্দেশ্য ভ্যাট ও আগাম কর অব্যাহতির প্রস্তাব করছি।’

জুসার, মিক্সচার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইসকুকার, মাল্টি কুকার, প্রেশার কুকারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ ছাড়া মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং তাজা ফলের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বাজেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *