প্রচ্ছদ

বগুড়ায় ৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার- খাদ্যসামগ্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বগুড়ায় জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিলেই মিলছে প্রধানমন্ত্রীর উপহার- খাদ্যসামগ্রী। চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় আরো ৪৮ পরিবারের ২২৫ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। রবিবার (২ মে) জাতীয় হটলাইন ৩৩৩ থেকে প্রাপ্ত তথ্যমতে, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় কর্মহীন অসহায় আরো ৪৮ পরিবারের ২২৫ সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব কর্মহীনদের অধিকাংশ পরিবার একজনের আয়ের উপর নির্ভরশীল, যার মধ্যে অধিকাংশ রিকশাচালক, অটোচালক, গৃহিণী, ডেলিভারি ম্যান ছিল। যারা জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় এ কার্যক্রম বগুড়া জেলাজুড়ে চলমান থাকবে। চলমান কোভিড-১৯ এ কর্মহীন অসহায় ক্ষতিগ্রস্ত মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আতাহার শাকিল ও সজিব মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *