জাতীয়সর্বশেষ

তেলের দামে ধূমকেতু বাণিজ্য সচিবের

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কামায় দেশেও দাম কমার বিষয়ে ধূমকেতু দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

রোববার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দু-একদিনের মধ্যে ধূমকেতু আসতে পারে। আশা করছি, এ সময়ের মধ্যে তেলের দাম কমবে।

তিনি বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পর জানাতে পারবো কত টাকা কমবে। তবে দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে।

এর আগে গত শুক্রবার (২৪ জুন) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, বিশ্ববাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। কিন্তু বাণিজ্যমন্ত্রী একাধিকবার দাম সমন্বয়ের আশ্বাস দিলেও ফল আসছে না। বিশ্ববাজারের দাম কমায় দেশের বাজারে সমন্বয়ের দাবি জানায় ক্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *