স্বাস্থ্য

উপসর্গহীন রোগীদের আইসোলেশন মেয়াদ অর্ধেক কমালো যুক্তরাষ্ট্র

ডেস্ক প্রতিবেদক, ধূমকেতু বাংলা: যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে এবং ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী বিমান চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে এই অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র উপসর্গহীন রোগীদের আইসোলেশন মেয়াদ কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে।

গত শুক্রবার থেকে বিশ্বব্যাপী প্রায় ১১ হাজার ৫শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে , বছরের এই ব্যস্ততম সময়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইনস জানায়, ওমিক্রন ভেরিয়ান্টের সংক্রমণের কারণে এয়ারলাইন্সে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। সোমবার বিশ্বব্যাপী ৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে, ফ্লাইট ট্যাকার ‘ফ্লাইট এ্যওয়ার’ এর হিসাবে মঙ্গলবার আরো ১ হাজার ১শ’ ফ্লাইট বাতিল হচ্ছে।

আরো বেশী লোককে দ্রুত কাজে ফিরিয়ে আনার পথ খুলে দিতে এবং কর্মী সংকট কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উপসর্গবিহীন কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে আইসোলেশন মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করার ঘোষণা দিয়েছে। আইসোলেশন ৫ দিন কমানোর কারণে পরবর্তী ৫ দিন অন্যদের সামনে যেতে মাস্ক পড়তে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কিছু মার্কিন হাসপাতাল ‘উপচে’ পড়তে পারে, তবে সর্বশেষ এই ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত, আমেরিকানদের “আতঙ্কিত” হওয়ার প্রয়োজন নেই।

রাজ্যের গভর্নর এবং স্বাস্থ্য উপদেষ্টাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বাইডেন বলেন, ওমিক্রনের দ্রুত বিস্তার কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায় অথবা এ বছর ডেল্টা ছড়িয়ে পড়ার সময়ের মতো ক্ষতিকর হবে না।

তিনি বলেন, ওমিক্রন উদ্বেগের উৎস, তবে এটি আতঙ্কের উৎস হওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রে গত বছর জানুয়ারিতে দৈনিক সংক্রমণ আড়াই লাখে দাঁড়িয়েছিল, বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মহামারিতে ৮ লাখ ১৬ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

মাস্ক বাধ্যতামূলক করা হলো ইতালিতে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *