প্রচ্ছদ

কাশ্মিরে ১৩শ বছরের কালো পাথরের দুর্গা প্রতিমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বুদগাম জেলা থেকে ১৩০০ বছরের পুরোনো একটি দুর্গা মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) খাগ এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় আর্কাইভস, প্রত্নতত্ব এবং জাদুঘর বিভাগের একটি দলকে ডাকা হয়েছে। তারা বুধবার জেলা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করবে। তারপর তাদের কার্যক্রম চালু করবে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি একটি কালো পাথরে খোদাই করা। এতে সিংহ সিংহাসনে উপবিষ্ট দেবী দুর্গা, ডান হাতে একটি পদ্ম।

পরীক্ষা-নিরীক্ষা শেষে মূর্তিটি প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের তেল আবিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *