আইন আদালত

রোগনির্ণয় যন্ত্র পড়ে থাকার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

সরকারি হাসপাতালে রোগনির্ণয় যন্ত্র বাক্সবন্দী করে রাখার ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন  বেঞ্চ আজ এই আদেশ দেন।
একইসঙ্গে এই ঘটনা তদন্তে কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
‘১৬টি সরকারি হাসপাতালে ২৮টি যন্ত্র বাক্সবন্দী’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।  সূত্র-বাসস

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *