প্রচ্ছদ

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে মন্ত্রিসভার শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: কানাডার অটোয়ার রিডিও হলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে গতকাল মঙ্গলবার গভর্নর জেনারেল মেরী সাইমনের উপস্থিতিতে ৩৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।

প্রধানমন্ত্রীর তার নতুন মন্ত্রীসভায় লিঙ্গ সমতা বজায় রেখে কানাডার আঞ্চলিক উন্নয়ন সংস্থাগুলির উপর গুরুত্ব দেন। মন্ত্রিসভার তালিকাতে গুরুত্বপূর্ণপদে প্রতিরক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্র এবং পরিবেশসহ মূল মন্ত্রিসভাগুলিতে নতুন মন্ত্রীদের নামকরণ করেছেন। এবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তৃতীয় ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলেছেন।

কানাডার ক্যাবিনেট বা মন্ত্রীদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী ওমর আলগাবরা, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ, স্বাস্থ্যের সহযোগী মন্ত্রী ক্যারোলিন বেনেট, কৃষি ও কৃষি-খাদ্য মন্ত্রী মারি-ক্লদ বিবেউ, কুইন্স প্রিভি কাউন্সিলের সভাপতি এবং জরুরি প্রস্তুতির মন্ত্রী বিল ব্লেয়ার, পর্যটন মন্ত্রী এবং অর্থমন্ত্রী র‌্যান্ডি বোয়সনল্ট, উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন, স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস, ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট মোনা ফোর্টিয়ার, অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী শন ফ্রেজার, পরিবার, শিশু ও সামাজিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী স্টিভেন গিলবল্ট, আদিবাসী পরিষেবা এবং উত্তর অন্টারিও ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থার জন্য দায়ী মন্ত্রী প্যাটি হাজদু, হাউস অফ কমন্সে সরকারের নেতা মার্ক হল্যান্ড, আবাসন ও বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি মন্ত্রী আহমেদ হুসেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী গুডি হাচিংস, নারী, লিঙ্গ সমতা ও যুব মন্ত্রী মার্সি আইন।

দক্ষিণ অন্টারিও’র ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থার দায়ী মন্ত্রী হেলেনা জ্যাকজেকের, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, সিনিয়র মন্ত্রী কমল খেরা, কানাডার বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল, ডেভিড ল্যামেটি, আন্তঃসরকার বিষয়ক, অবকাঠামো এবং সম্প্রদায়ের মন্ত্রী, ডমিনিক লেব্লাঙ্ক, জাতীয় রাজস্ব মন্ত্রী ডায়ান লেবুথিলিয়ার, ভেটেরান্স বিষয়ক মন্ত্রী এবং জাতীয় প্রতিরক্ষার সহযোগী মন্ত্রী লরেন্স ম্যাকওলে, জননিরাপত্তা মন্ত্রী মার্কো মেন্ডিসিনো, ক্রাউন-আদিবাসী সম্পর্ক মন্ত্রী মার্ক মিলার, মৎস্য, মহাসাগর এবং কানাডিয়ান কোস্ট গার্ড মন্ত্রী জয়েস মারে, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মেরি এনজি, শ্রমমন্ত্রী সিমাসও’ রেগান, সরকারি ভাষা মন্ত্রী এবং আটলান্টিক কানাডা সুযোগ সংস্থার জন্য দায়ী মন্ত্রী জিনেট পেটিটপাস টেলর, কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন এবং প্রতিবন্ধী অন্তর্ভুক্তি মন্ত্রী কার্লা কোয়ালট্রো, কানাডিয়ান হেরিটেজ এবং কুইবেকের মন্ত্রী লেফটেন্যান্ট পাবলো রদ্রিগেজ, আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী এবং কানাডার প্যাসিফিক ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হারজিত সজ্জন, ক্রীড়া মন্ত্রী এবং কুইবেক প্যাস্কেল সেন্ট-ওঞ্জ অঞ্চলের জন্য কানাডার অর্থনৈতিক উন্নয়ন সংস্থার জন্য দায়ী মন্ত্রী পাসকেল সেন্ট-অনগে, পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্ট মন্ত্রী ফিলোমেনা তাসি, উত্তর বিষয়ক মন্ত্রী, কানাডিয়ান নর্দান ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড্যান ভ্যান্ডাল এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জনাথন উইলকিনসন।

কানাডার সাধারণ নাগরিকদের প্রত্যাশা প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর নেতৃত্বে নতুন মন্ত্রীসভা কানাডার সর্বাঙ্গীন অর্থনৈতিক উন্নয়ন এবং কানাডার মানুষেরও শিক্ষা, স্বাস্থ্য অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফেডারেল পার্লামেন্টের নির্বাচনের পর প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি তৃতীয়বারের মত ক্ষমতাসীন হয়ে সরকার গঠন করলেন যদিও এবারও সংখ্যাগরিষ্ঠতা পায়নি লিবারেল পার্টি।

আরো পড়ুন:

সুদানের সামরিক অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ ও নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *