মাতৃভূমি

শিশুদের টিকা দেয়ার বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে যোগ দেন বলেও জানান তিনি।

বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস ধরে আবাসিক হলগুলো বন্ধ আছে। এগুলো সংস্কারের প্রয়োজন। সে জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছেন।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

কাল থেকে ঢাবিতে টিকাদান শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *