প্রচ্ছদ

রিকশা চালকের স্ত্রী রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যশোরের মণিরামপুর উপজেলায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্থানীয় রিকশা চালক রবিউল ইসলামের স্ত্রী স্বপ্না খাতুন। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের উপস্থিতিতে রোহিতা ইউনিয়নে ৫০০ ফুট পাকা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

সূত্র জানায়, গত মাসে রোহিতা ইউনিয়নে কর্দমাক্ত রাস্তায় স্বপ্না খাতুনের রিকশা ঠেলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, কাদার মধ্যে রিকশা চালক রবিউল ইসলাম রিকশা টানছেন, পেছন থেকে রিকশা ঠেলছেন তার স্ত্রী স্বপ্না খাতুন।

ছবিটি উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের নজরে এলে, তিনি ওই রাস্তা পরিদর্শনে যান এবং পরে সেটি পাকা করার উদ্যোগ নেন।

রাস্তার কাজের উদ্বোধনের সময় নাজমা খানম বলেন, ‘ফেসবুকে ছবিটি দেখে খুব খারাপ লেগেছিল। প্রতিদিন একজন নারী কষ্ট করে তার স্বামীর রিকশা ঠেলে মূল রাস্তায় তুলে দেয়। বিষয়টি আমাকে মর্মাহত করে। এরপরই এডিবির অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তাটি করে দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাস্তাটি উদ্বোধন ওই নারীই করছেন। কেননা এটি সংস্কারে তার ভূমিকাই সবচেয়ে বেশি।’

এ সময় রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার সরদারসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশ সেরা নাটোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *