আন্তর্জাতিক

তালেবানের নতুন সরকার ঘোষণা আবারো পেছালো

এক সপ্তাহের জন্য নতুন সরকার ঘোষণা স্থগিত করেছে আফগান তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার (৪ সেপ্টেম্বর) বলেছেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আফগানিস্তানের সবাইকে নিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক একটি সরকার গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে কারণে নতুন সরকার ঘোষণা করতে দেরি হচ্ছে।
তালেবানরা গত শুক্রবার নতুন সরকার ঘোষণার কথা বলেছিলো। পরে তা একদিন পিছিয়ে শনিবার করা হয়। এবার তা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হলো।
তালেবান সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারই নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন। যিনি তালেবানের দোহা রাজনৈতিক কার্যালয়ের প্রধান ছিলেন।
বারাদারের সহায়তায় থাকবেন তালেবানের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই। তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। মোল্লা ইয়াকুব বর্তমানে তালেবানের সামরিক শাখার দায়িত্বে আছেন। শের আব্বাস স্টানেকজাই কাতারের দোহায় থাকা তালেবানের রাজনৈতিক দফতরের উপপ্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন।
তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয়াদি এবং ইসলাম অনুযায়ী শাসন নিশ্চিত করার বিষয়টি দেখভাল করবেন। তিনি সর্বোচ্চ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সরকার গঠনের আগেই চার মন্ত্রীর নাম ঘোষণা করেছিলো তালেবান। তাঁরা হলেন, অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। তবে যাঁদের নিয়েই সরকার গঠন হোক না কেন আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার হাতেই সর্বোচ্চ ক্ষমতা থাকবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *