স্পোর্টস ডেস্ক, ধূমকেতু ডটকম: এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২১ এর শিরোপা জিতলো ইরানের জাতীয় পুরুষ ভলিবল দল। রোববার ফাইনাল ম্যাচে স্বাগতিক জাপানকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফার্সি স্কোয়াড। প্রতিপক্ষকে ইরান ২৭-২৫, ২৫-২২, ৩১-২৯ টানা তিন সেটে পরাজিত করে।

২১তম এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ১২ থেকে ১৯ সেপ্টেম্বর জাপানের চিবাতে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে ইরানি কোচ বেহরুজ আতায়েই এশিয়ার সেরা কোচ হিসেবে পরিচিতি লাভ করেন। অন্যদিকে ইরানি খেলোয়াড় সাবের কাজেমি সর্বাপেক্ষা মূল্যবান খেলোয়াড়ের উপাধি লাভ করেন।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ইরান চারবার শিরোপা জিতলো। অন্যদিকে স্বাগতিক জাপান এপর্যন্ত ৯বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়ে ইরান ও জাপান উভয়েই ২০২২ এফআইভিবি ভলিবল পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট লাভ করেছে।

এফআইভিবি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ভলিবল দল ইরান। বিশ্বে ইরানের জাতীয় ভলিবল দল দশম স্থানে রয়েছে। এই তালিকায় জাপানের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে ফারসিরা।

আরো পড়ুন:

মরুর বুকে আজ শুরু স্থগিত আইপিএলের বাকি খেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *