ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: দুর্মূল্য দু’টি চশমা নিলামে উঠতে চলেছে অক্টোবর মাসে। অষ্টাদশ শতাব্দীর ওই চশমায় সাধারণ কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হিরে এবং পান্না। দু’টির ফ্রেমেই বসানো আছে ছোট ছোট হিরে। বহুমূল্য রত্নখচিত এই চশমাগুলি মুঘল আমলের বলে দাবি।। সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিলামে ওই চশমা দু’টির দাম উঠতে পারে ৩৫ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।

সদবি নিলাম সংস্থা এর আয়োজক। তার আগে নিউইয়র্ক, লন্ডন, হংকংয়ে চশমাগুলি প্রদর্শন করা হবে। ওই সংস্থার চেয়ারম্যান এডওয়ার্ড গিবস জানিয়েছেন ওই চশমাগুলি মুঘল আমলের। তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যত দূর আমি জানি, এ গুলির মতো চশমা আর নেই।‘

হিরে, পান্না-খচিত এই চশমার নকশা ‘অশুভ শক্তিকে রুখে দেওয়ার’ উপযোগী বলে বিশ্বাস। প্রত্নতাত্ত্বিকদের অনুমান, গোলকোণ্ডায় ২০০ ক্যারাটের হিরে এবং কলম্বিয়ান পান্না দিয়ে তৈরি করা হয়েছিল ওই চশমাগুলি।

আরো পড়ুন:

লাইফস্টাইল ব্র্যান্ড খুলছেন দীপিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *