ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: নরওয়ের সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে লেবার পার্টির নেতৃত্বাধীন পাঁচটি বাম দলের জোট। লেবার নেতা জোনাস গহর স্টোরের নেতৃত্বে বর্তমান প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে পরাজিত করতে সমর্থ হয়েছেন তারা।

২০১৩ সাল থেকে নরওয়ের ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। আট বছর পর তাকে হারিয়ে বিজয়ের পতাকা ঘরে তুলতে সমর্থ হলো বাম শিবির। নির্বাচনে নিজ দলের পরাজয় মেনে নিয়েছেন ৬০ বছরের এরনা সোলবার্গ।

তিনি বলেন, ‘আমি জোনাস গহর স্টোরকে অভিনন্দন জানাতে চাই। দৃশ্যত তার এখন সরকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’

নতুন সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী স্টোর বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম, আশা করছিলাম। কঠোর পরিশ্রম করেছি এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি।’ তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দল হিসেবে লেবার পার্টি নরওয়ের জন্য একটি নতুন সরকার ও একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

আরও পড়ুন:

দশ বছর পর মিশরে ইসরায়েলের প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *