আন্তর্জাতিকজাতীয়সর্বশেষ

বৈদেশিক সহায়তার তালিকায় শীর্ষে জাপান, রাশিয়া ও চীন

বৈদেশিক সহায়তার তালিকায় শীর্ষে জাপান, রাশিয়া ও চীন

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে বৈদেশিক সহায়তার ওপরে নির্ভর করতে হয় আর বৈদেশিক সহায়তার তালিকায় শীর্ষে জাপান, রাশিয়া ও চীন। বৈদেশিক সহায়তা প্রদানে শীর্ষস্থানে রয়েছে জাপান। এ ছাড়া শীর্ষ পাঁচের তালিকায় রাশিয়া ও চীন রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রে জানা গেছে, শীর্ষ দেশ হিসেবে ২০১৯-২০ অর্থবছরে জাপানের বৈদেশিক অর্থায়ন ছাড়করণের পরিমাণ ১৯১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার।

এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বব্যাংক। বহুপক্ষীয় সংস্থা হিসেবে বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা ছাড়করণ হয়েছে ১৫৭ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। তৃতীয় সর্বোচ্চ এডিবির সহায়তা ছাড়করণ হয়েছে ১২৩ কোটি ৭০ লাখ ডলার।

এ ছাড়াও চতুর্থ শীর্ষ দেশ হিসেবে এখন রাশিয়ার সহায়তার পরিমাণ ৯০ কোটি ৯০ লাখ ডলার এবং পঞ্চম শীর্ষ দেশ চীন থেকে ছাড়করণ হয়েছে ৫৯ কোটি ৮০ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *