জাতীয়সর্বশেষ

মুজিববর্ষে প্রকাশিত ১১ বইয়ের মোড়ক উন্মোচন

মুজিববর্ষে প্রকাশিত ১১ বইয়ের মোড়ক উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষে প্রকাশিত ১১ বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে যুক্ত হয়ে তিনি মোড়ক উন্মোচন করবেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্বাগত বক্তব্য দেবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

গণভবন থেকে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচনের সময় মঞ্চে উপস্থিত থেকে মোড়ক উন্মোচনে অংশ নেবেন প্রকাশিত গ্রন্থগুলোর সম্পাদকরা।

এরপর ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বক্তব্য দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *