বাংলাদেশ টাইগারদের নতুন জার্সি

আগামীকাল বুধবার থেকে আফগান মিশন শুরু হচ্ছে আর আজ বাংলাদেশ টাইগারদের নতুন জার্সি প্রকাশ পেলো।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নিজেদের নতুন জার্সি উন্মোচন করল বাংলাদেশ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে নতুন জার্সিটি পরিধান করে আছেন ইয়াসিন-মিরাজ-মুস্তাফিজরা।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি ইতিমধ্যে দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছে মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী রাব্বি। আফগানদের বিপক্ষে ক্রিকেট সিরিজটা হবে টাইগারদের জন্য এসিড টেস্ট। কারণ তাদের সঙ্গে অতীত সিরিজ এবং বিভিন্ন টুর্নামেন্টে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আফগানরা যে মাটি কামড়ে খেলে এবং তারা যে অতি পরিশ্রমী, তা সবাই জানে।

সিরিজের স্পন্সরশিপ ঘোষণার অনুষ্ঠানে ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সেই অনুষ্ঠানে টিটু বলেন, ‘ডিআরএস নিয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিপিএলের শেষাংশ থেকেই ডিআরএস থাকার কথা ছিল। আমাদের যন্ত্রাংশ সব ছিল, তবে যারা ডিআরএস পরিচালনা করে তারা উপস্থিত হতে পারেনি। তবে আফগানিস্তান সিরিজে সবাই চলে আসবে এবং চট্টগ্রাম থেকেই ডিআরএসের ব্যবহার দেখা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *