অন্যান্যসর্বশেষ

জিনের আক্রমণ থেকে নিরাপদ থাকবেন যেভাবে

জিনের আক্রমণ থেকে নিরাপদ থাকবেন যেভাবে

আজ আসুন জেনে নেই জিনের আক্রমণ থেকে নিরাপদ থাকবেন যেভাবে:

ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় সুন্নাহ বর্ণিত দোয়া পড়া। ঘরে প্রবেশের সময় সালাম করে প্রবেশ করা।

প্রস্রাব-পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়া। সেখান থেকে ফিরেও দোয়া পড়া। কারণ এসব জায়গায় দুষ্ট জিনদের আনাগোনা বেশি থাকে।

ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত করা। বিশেষ করে সুরা বাকারা তিলাওয়াত করা।

প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো।

খাবারের সময় মাসনুন দোয়া পড়া। কারণ দোয়া না পড়লে দুষ্ট জিনের আমাদের খাবারে অংশগ্রহণ করার সুযোগ থাকে। গোশত খাওয়ার পর হাড়গুলো পানিতে না ফেলা। কারণ এগুলো জিনদের খাবার। এগুলো নষ্ট করলে তারা কষ্ট পায়। অনেক ক্ষেত্রে এ কারণেও আক্রমণ করে বসতে পারে।

ঘরে কোনো প্রাণীর কঙ্কাল ও মূর্তি জাতীয় জিনিস না রাখা।

নির্জন বা ময়লার স্তূপ, আগুনের কুণ্ডলীর কাছে একাকি না যাওয়া।

জনমানবহীন স্থান, গভীর জঙ্গলে রাতের বেলায় একা সফর না করা।

কোনো অবস্থায় ভয় পাওয়া যাবে না। কারণ ভয় পেলে তারা আরো বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে।

ভরদুপুর ও সন্ধ্যায় বাচ্চাদের ঘরের বাইরে না রাখা।

সকাল-সন্ধ্যা এবং শোবার সময় সুরা ইখলাস, ফালাক ও নাস তিনবার করে পড়ে হাতের মধ্যে ফুঁক দিয়ে শরীরে মুছে নেওয়া এবং নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা (সূত্র : রুকইয়াহ শারইয়াহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *