সর্বশেষস্বাস্থ্য

কোভিড-মুক্তির পরেও কোন উপসর্গ থেকে যেতে পারে

ওমিক্রনে বেশি সংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না ঠিকই, কিন্তু শরীরে সার্বিক নেতিবাচক প্রভাব ফেলায় কম যায় না কোভিডের এই নবতম রূপটিও।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের ক্ষেত্রে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে, যা থেকে যেতে পারে কোভিড-মুক্তির দীর্ঘদিন পরেও। কোমর ও দেহের নীচের দিকের অঙ্গগুলির ব্যথা-বেদনা এর মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকায় যখন প্রথম ভাইরাসের এই রূপটি চিহ্নিত হয়, তখন আটটি উপসর্গের কথা বলা হয়েছিল। এটি হল তার মধ্যে অন্যতম। ওমিক্রনে এমনিতেই গা ব্যথা একটি প্রধান সমস্যা হিসাবে দেখা গিয়েছিল। বিভিন্ন পেশীর ব্যথাই এই কোমরে যন্ত্রণার প্রধান কারণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *