লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই ইফতারে রাখতে পারেন তরমুজের মজাদার স্মুদি। তরমুজের স্মুদির রেসিপি তুলে ধরা হলো সুখবরের পাঠকদের জন্য।

উপকরণ:

১. তরমুজের টুকরা-১৫০ গ্রাম (খোসা ছাড়ানো)

২. কলা-১টি

৩. কোল্ড আপেল জুস- ১০০ মিলিলিটার

প্রস্তুত প্রণালি:

কেটে রাখা তরমুজের টুকরা, কলা ও কোল্ড আপেল জুস একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে স্মুদি ঢেলে মনমতো সাজিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন। চাইলে বরফ কুচিও দিতে পারেন।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

রোজার ইফতারে বানাতে পারেন চিঁড়ার কাটলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *