Title : Adharer Kosto (আঁধারের কষ্ট)
Artist : Raihan Sharif (রায়হান শরীফ)
Album : Pothchola (পথচলা)

 

সৃষ্টির চোখে বৃষ্টি

পথ চেয়ে তার দৃষ্টি,

মনে তার সংশয় বাঁধা মানে না ।

স্রষ্টার কাছে বায়না

কেনো সে ফিরে আসেনা,

নিয়তির কাছে থেমে যায় কোনো ছলনা ।

কাটেনা কেনো ক্লান্তি

আসেনা কেনো শান্তি,

সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।

অশুভ কোনো শক্তি

পুরোনো কোনো ভিতি,

চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়

শহরের জানালায়,

রয়ে যায় দুঃখ মুছেনা ।

আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা

তবে কি পাবোনা ঠিকানা ।।

পথ ভুলে ভেসে যায়

চেনা কোনো ভাবনায়,

কুড়ে কুড়ে হয়ে ছায় নিভে যায় ।

ঝিরিঝিরি কাটেনা

মিথ্যার মোহনায়,

চোখে কেনো ঘুম আসেনা ।

কাটেনা কেনো ক্লান্তি

আসেনা কেনো শান্তি,

সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।

অশুভ কোনো শক্তি

পুরোনো কোনো ভিতি,

চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়

শহরের জানালায়,

রয়ে যায় দুঃখ মুছেনা ।

আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা

তবে কি পাবোনা ঠিকানা ।।।