সরকারি কয়েকটি ওয়েবসাইট ডাউন

কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার সরকারি কয়েকটি ওয়েবসাইট ডাউন।

সরকারি কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইট একসঙ্গে অকার্যকর হয়ে পড়েছে। এর মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটও রয়েছে।

মঙ্গলবার দুপুরের পর সিটি করপোরেশনগুলোর ওয়েব ঠিকানায় গেলে তা না খুলে ‘502 Bad Gateway’ লেখা ভেসে উঠতে দেখা যায়।

এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারি গুরুত্বপূর্ণ বেশ কিছু ওয়েবসাইটও অকার্যকর দেখা যায়।

বিভিন্ন সেবা পেতে ওয়েবসাইটে ঢুকতে না পেরে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

কী সমস্যা হয়েছে- জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সিস্টেম অ্যানালিস্ট তুহিনুল ইসলাম বিকালে বলেন, “আমাদের ন্যাশনাল ওয়েবপোর্টালের সার্ভারে সমস্যা হয়েছে। এ কারণে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে কাজ হচ্ছে। হয়তো ঠিক হয়ে যাবে তাড়াতাড়িই।”

সরকারি ওয়েবপোর্টাল দেখভালকারী এটুআই’র কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল সন্ধ্যায় বলেন, “বেলা সাড়ে ১১টার পর থেকে কিছু ওয়েবসাইট ডাউন। বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ দল কাজ করছে। এরইমধ্যে কয়েকটি সাইট খুলেছে। বাকিগুলো কিছুক্ষণের মধ্যে খুলে যাবে।”

কী কারণে সমস্যাটি হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “ন্যাশনাল ডাটা সেন্টারের সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *