ঢাকায় করোনা পরিস্থিতি খুবই কঠিন পর্যায়ে

ঢাকায় করোনা পরিস্থিতি খুবই কঠিন পর্যায়ে পৌচাচ্ছে ! দেশব্যাপী করোনা মহামারি আবারও ভীতিকর রূপ নিচ্ছে। তবে দেশের জেলা শহরগুলোর তুলনায় মহানগরগুলোর করোনা সংক্রমণের বেশির ঝুঁকির মধ্যে রয়েছে।

ইতোমধ্যে রাজধানী ঢাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনক হারে। যা দেখে মনে হচ্ছে, ঢাকায় দ্রুতই ভয়ংকর রূপ নেবে করোনা।

করোনা সংক্রমণের দৈনন্দিন তালিকায় দেখা যায়, গত ১ জানুয়ারি সারা দেশে ৩৭০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। যার মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৩২৭ জন।

মাত্র ৫ দিনের ব্যবধানে ৬ জানুয়ারি এই সংখ্যা গিয়েছে পৌঁছেছে সারা দেশে ১,১৪০ জন। এরমধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৯৭৮ জন। কিন্তু শুধু ঢাকা মহানগরেই আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৫০ জন।

ঢাকা মহানগর ব্যতীত দেশব্যাপী আক্রান্ত শনাক্ত মাত্র ১৯০ জন! যার অর্থ দাঁড়াচ্ছে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকায় করোনা সংক্রমণের হার পাঁচগুণ বেশি!

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যে দেখা যায়, গত ২ জানুয়ারি দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৫৫৭ জন যার মধ্যে ঢাকায় ৪৮৫ জন। এরমধ্যে শুধু মহানগরেই আবার আক্রান্ত শনাক্ত ৪৭৭ জন।

৩ জানুয়ারির বুলেটিনে জানা যায়, সেদিন সারাদেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৬৭৪ জন, যারমধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৫৮০ জন। এরমধ্যে শুধু মহানগরে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে ৫৬৮ জনে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *