ক্যারিয়ার ও চাকরি

জনতা ব্যাংকের দুই পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের দুই পদের এমসিকিউ পরীক্ষার সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

পদগুলো হলো- অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদের ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্রও রাজধানীর লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

এরমধ্যে পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রার্থীদের মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরো পড়ুন:

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে নির্দেশনা

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *