মাতৃভূমি

ফ্রান্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: খন্দকার মোহাম্মদ তালহাকে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে পররাষ্ট্র ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। খন্দকার মোহাম্মদ তালহা ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা তালহা কূটনীতিক হিসেবে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন ও তেহরানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে খন্দকার তালহা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল হিসেবে দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ এশিয়া এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক শাখায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *