রবিবার, অক্টোবর ১, ২০২৩
spot_img
Homeচুলের যত্নHair Siram Somporke Jene Nin | হেয়ার সিরামের সম্পর্কে জেনে নিন

Hair Siram Somporke Jene Nin | হেয়ার সিরামের সম্পর্কে জেনে নিন

Hair Siramair somporke jene Nin | হেয়ার সিরামের সম্পর্কে জেনে নিন

হেয়ার সিরাম শব্দটা  বেশিরভাক  মানুষের কাছে নতুন আসুন তাহলে আমরা হেয়ার সিরাম সম্পকে জেনে নিই। হেয়ার সিরাম  একটি তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান ,অ্যামিনো অ্যাসিড এবং সিরামাইড দ্বারা হয়ে থাকে। ঠান্ডা আবহাওয়া, সূর্য, উত্তপ্ত স্টাইলিং সরঞ্জাম এবং চুলে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করার কারণে চুল শুষ্ক হয়ে যেতে পারে। হেয়ার সিরামে থাকা সিলিকন কন্টেন্ট মাথার ত্বকের উপর মাস্ক হিসাবে কাজ করে এবং চুলের কাঠামোগত পরিবর্তন এনে থকে । এই সিরাম সাধারণত ফ্রিজি এবং কার্লি চুলের জন্য ব্যবহার করা হয়ে থাকে তবে স্ট্রেইট চুলকেও জটমুক্ত করতে এর জুড়ি নেই। সিরাম বাজারে ভিবিন্ন ধরনের পাওয়া যায় কিন্তু অরগানিক এবং সিলিকন ভিত্তিক চুলের সিরাম তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

Hair Siramair somporke jene Nin | হেয়ার সিরামের সম্পর্কে জেনে নিন
Hair Siramair somporke jene Nin | হেয়ার সিরামের সম্পর্কে জেনে নিন

 

হেয়ার সিরাম ব্যবহারের উপকারিতা এবং অপকারিতাঃ

– হেয়ার সিরাম তৈলাক্ত মাথার ত্বককে  শুষ্ক করে রাখে এবং চুলকে খুশকি, হাত থেকে রক্ষা করে।

– হেয়ার সিরাম খুশকিযুক্ত চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর করে তোলে। চুলে এনে দেয় উজ্জ্বলতা।

– আপনার চুলে যদি ঘন ঘন জট লেগে যায় তবে হেয়ার সিরামের ব্যবহার আপনার সে সমস্যার সমাধান করবে

– হেয়ার সিরাম চুল শুষ্ক হওয়া থেকে চুলকে রক্ষা করে।

– হেয়ার স্টাইলিং মানে স্ট্রেইটনিং, কারলিং বা ব্লো ড্রাইং এর আগে যদি ব্যবহার করেন, তবে এই সিরাম ওভার হিট থেকে আপনার চুলকে রক্ষা পেতে সাহায্য করবে।

– নন স্টিকি প্রকৃতির হওয়ার কারণে হেয়ার সিরাম ধূলো এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে  হাত থেকে চুলকে রক্ষা করে।

– অনেক সময় সিরাম চুলকে অত্যধিক শুষ্ক করে ফেলে যা চুলের স্বাস্থ্যের জন্য মোটে ও ভালো না। এমনটি হলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে ।

হেয়ার সিরাম ব্যবহারের নিয়মঃ

যদিও হেয়ার সিরাম লাগানো একদম সহজ ব্যাপার, তার পর হেয়ার সিরাম প্রয়োগ করার একটি কৌশল আছে। হেয়ার সিরাম ব্যবহার করার জন্য আপনাকে  অব্যশইনির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে। ১ম মত, একটি হালকা শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে নিন। এরপর হাতের তালুতে অল্প পরিমাণে সিরাম নিয়ে তা আলতো ভাবে ভেজা চুলের উপরিভাগে লাগান। চুলের গোড়ায় লাগানোর  কোন দরকার নেই। এখন চুল শুকানোর জন্য অপেক্ষা করতে হবে ।তার পরে এটি আর ধুয়ে ফেলারও প্রয়োজন নেই।

হেয়ার সিরাম ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ

– হেয়ার সিরাম ব্যবহার করার সময় সঠিক খাদ্য গ্রহণ ক্রুন। এটি সিরাম থেকে ভালো ফলাফল পেতে সাহায্য করে  থকে আর আপনিও পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত চুল।

– সিরাম ব্যবহার করার পূবে  হারবাল জাতীয় শ্যাম্পু যেমন herbal essences, vatika বা আপনার পছন্দ মত শ্যাম্পু ব্যবহার করুন। কেননা আপনি যদি রাসায়নিক উপাদানে তৈরি শ্যাম্পু ব্যবহার করেন তাহ্লে  সিরামে থাকা এবং শ্যাম্পুতে থাকা উপাদান গুলো একে অপরের সাথে বিক্রিয়া করে আপনার চুলের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

– মাথার তালুতে কখনও সিরাম লাগাবেন না। আপনার মাথার ত্বক দ্বারা নিঃসৃত প্রাকৃতিক তেল আপনার চুলের গোড়ার যত্ন নেই। এর জন্য এই প্রাকৃতিক তেলের উপর সিরাম প্রয়োগ করায় আপনার চুল হবে স্ট্রেইট এবং গ্লেজি।

– সব সময় ভেজা চুলে সিরাম অ্যাপ্লাই করবেন। এতে সমস্থ চুলে ভালো ভাবে ছড়িয়ে যাবে।

আসুন এবার এক নজরে পরিচিত হয়ে আসা যাক কিছু হেয়ার সিরামের সাথে। এগুলো লোকাল দোকান গুলোতে ৫০০-৮০০ টাকার মধ্যে কিনতে পারবেন। কিন্তু সব সময় চেষ্টা করবেন ভালো মানের দোকান থেকে কেনার জন্য।

Dove Nourishing Oil Care Hair Serum

এই সিরামটি চুলের  তেল চিটচিটে করে না বরং প্রাণহীন চুলকে উজ্জ্বল আর সতেজ করে তোলে । হালকা ওজনের এই সিরাম খুব সহজে প্রবেশ করবে আপনার চুলের ভিতরে।

Garnier Fructis Sleek & Shine Anti-Frizz Serum

এটা আপনার চুলে যেকোনো স্টাইলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা তেল এবং এপ্রিকট এর নির্যাস আপনার চুলকে হাইড্রেট করবে এবং চুলের ৯৭ ভাগ ফ্রিজিনেস কেটে যাবে।

Livon Hair Serum

এই সিরাম  চুলকে ম্যানেজেবল এবং কোঁকড়া মুক্ত করে।এর ফকে   চুলের ভাঙ্গন অনেকাংশেই কমে যায় সেই সঙ্গে চুল হবে জটমুক্ত। এছাড়াও চুলের অনেক কমন প্রবলেমের সলিউসন দেয় এই সিরাম।

L’Oreal Professional “liss ultime” serum

এই সিরামের সাহায্যে চুলের ফ্রিজিনেসকে বিদায় বলুন। আপনার চুলের পলিশ ফিনিশ সবার নজর কাড়বেই। মসৃণ, সুন্দর চুলের সঙ্গে একটি প্রটেকটিভ আস্তরণ দিয়ে চুলকে কোট করে।

ঘরে তৈরি কফি মধুর হেয়ার সিরামঃ

এই সিরামটি কন্ডিশনারের মত ব্যবহার করা হয়ে থকে। যা আপনার চুলকে করবে মসৃণ। কফি চুলের গোড়া শক্ত করবে এবং চুলে একটি অতিরিক্ত রঙ যোগ করে আর মধু কমপক্ষে দুই দিনের জন্য আপনার চুলে উজ্জ্বল আভা ছড়াবে। ৪ চা চামচ কফি নিন এর সাথে ২ টেবিল চামচ মধু মিশান, এতে আরও যোগ করুন ৪ টেবিল চামচ পানি। এ গুলো ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানান। ভেজা অথবা শুকনো চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

পরিবেশ দূষণ, সূর্যের উত্তাপের কারণেই মূলত চুল নষ্ট হয়। আর এর জন্য চুলের হারানো দীপ্তি এবং উজ্জলতা ফিরিয়ে আনার জন্য হেয়ার সিরাম ব্যবহার করুন। মূলত, সিলিকন তেল থেকে হেয়ার সিরাম তৈরি হয় তাই এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকে না। প্রত্যেকবার চুল ধোয়ার পর হেয়ার সিরামের প্রয়োগ চুল চকচকে করে তোলে। তবে, রুক্ষ চুল মোলায়েম করার জন্য, নিয়মিত চুল সিরামের পাশাপাশি পুষ্টিকর ডায়েট অনুসরণ এবং নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments