প্রচ্ছদ

পোষা প্রাণীদের নানা কাণ্ড

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: পোষা প্রাণীদের নানা কাণ্ড আনন্দ দেয় মানুষকে। স্বাভাবিকভাবে বাচ্চারাও প্রাণীদের এসব কাণ্ডে তাল মেলায়। প্রাণীদের কমেডি ধাঁচের এসব কাণ্ডের ছবি নিয়ে হয় আবার প্রতিযোগিতাও।

সম্প্রতি কমেডি পেট ফটো অ্যাওয়ার্ড ২০২১ প্রতিযোগিতার ফাইনালিস্ট হিসেবে ৪০টি ছবিকে নির্বাচিত করা হয়েছে। ফাইনালিস্ট হিসেবে তালিকায় স্থান পাওয়া প্রতিটি ছবিই যে কাউকেই আনন্দ দেবে এটি নিশ্চিতভাবে বলা যায়। এর মধ্যে অন্যতম হলো—  দুটি মুরগির ছানা তাদের নিজস্ব ছায়া আবিষ্কার করছে, একটি কুকুর অন্য একটিকে ব্যবহার করছে বসার জায়গা হিসেবে, হাস্যোজ্জ্বল ঘোড়া ইত্যাদি।

এ ৪০টি ছবি বেছে নেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা দেওয়া দুই হাজার ছবির মধ্য থেকে।

পল জয়েনসন-হিক্স এবং টম সুলাম এ কমেডি পেট ফটো অ্যাওয়ার্ড চালু করেন।  মানুষের জীবনে পোষা প্রাণীদের ইতিবাচক ভূমিকা এবং প্রাণীদের কল্যাণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মূলত এ পুরস্কার চালু করেন তারা।

আরো পড়ুন:

শুয়েবসে বছরে ৩৩ লাখ টাকা আয়ের সুযোগ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *