শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
spot_img
Homeপ্রচ্ছদযুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে বেক্সিমকোর আরো ৮ ওষুধ

যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে বেক্সিমকোর আরো ৮ ওষুধ

ধূমকেতু রিপোর্ট : যুক্তরাষ্ট্রের (ইউএস) বাজারে বেক্সিমকো ফার্মা আরও ৮টি ওষুধ রফতানি করবে। এর জন্য বহুজাতিক ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান নোভার্টিসের সহযোগী কোম্পানি স্যান্ডোজ ইনকরপোরেশনের ৮ টি ওষুধ অধিগ্রহণে চুক্তি করেছে কোম্পানিটি।

বেক্সিমকো জানিয়েছে, তাদের উৎপাদন করা ওষুধ যুক্তরাষ্ট্রের বাজারে রফতানির জন্য স্যান্ডোজ ইনকরপোরেশনের এসব ওষুধের এএনডিএসের জন্য চুক্তি সই হয়েছে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, স্যান্ডোজ বিশ্বব্যাপী জেনেরিক মার্কেটের লিডার। তাদের এমন ওষুধ অধিগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকোর অবস্থান আরও শক্ত হবে এবং রফতানি বাড়বে।

যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকোর ছয়টি ওষুধ রফতানিতে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন রয়েছে। এর মধ্যে চারটি রফতানি হচ্ছে। বাকি দুটি রফতানির প্রক্রিয়ায় আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments