বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
spot_img
Homeআইন আদালতআদালত থেকে ছিনতাই: জঙ্গির স্ত্রীসহ গ্রেপ্তার ২

আদালত থেকে ছিনতাই: জঙ্গির স্ত্রীসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ঢাকার আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক ও তার আশ্রয়দাতা‌কে শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তার মধ্যে একজন জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তিনি পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী। তবে তার আশ্রয়দাতার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

গত বছর ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া পলাতক দুই আসামি হলেন সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল। তাদের ধরতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালায় পুলিশ।

এম/

আরো পড়ুন:

ঈদকেন্দ্রীক রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments