শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
spot_img
Homeফিচারআজ থেকে অস্থায়ী দোকান বসছে বঙ্গবাজারে

আজ থেকে অস্থায়ী দোকান বসছে বঙ্গবাজারে

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: রাজধানীর বঙ্গবাজারে আজ থেকে অস্থায়ী দোকান বসবে বলে জানিয়েছে মালিক সমিতি। সে লক্ষে আগুনের ধ্বংসস্তুপ অপসারণের কাজ করছে সিটি করপোরেশন।

বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, শনিবার (৮ এপ্রিল) থেকে শুরু হবে অস্থায়ী দোকানপাট। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনো রয়েছেন আশঙ্কায়।

পুড়ে অঙ্গার মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছে আশপাশের ভবনগুলোতেও। ঈদের আগে কয়েক দিনের ব্যবসায় যদি ঘোরে ভাগ্যের চাকা।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এম/

আরো পড়ুন:

ঈদকেন্দ্রীক রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments