রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeচুলের যত্নচুল পড়া রোধে এক জাদুকরী তেল | Chul Pora Rodhe Ek Jadukori...

চুল পড়া রোধে এক জাদুকরী তেল | Chul Pora Rodhe Ek Jadukori Tel

চুল পড়া রোধে এক জাদুকরী তেল

 Chul Pora Rodhe Ek Jadukori Tel
চুল পড়া রোধ করতে জাদুকরী তেল
যা যা লাগবে:
নারকেল তেল
শুকনো আমলকী
যেভাবে তৈরি করবেন:
১। এক কাপ নারকেল তেল ৪-৫ মিনিট জ্বাল দিন।
২। এর সাথে শুকনো আমলকী দিয়ে দিন। আমলকীসহ এই তেল জ্বাল দিতে থাকুন।
৩। বাদামী রং হয়ে আসলে চুলা থেকে এটি নামিয়ে ফেলুন।
৪। এরপর তেলটি ছেঁকে আমলকী থেকে আলাদা করে নিন।
৫। তেলটি মাথায় কয়েক মিনিট ম্যাসাজ করে লাগান।
৬। সারা রাত রাখুন, পরের দিন শ্যাম্পু করে ফেলুন।
কার্যকারিতা:
এই তেল শুধু নতুন চুল গজাতে সাহায্য করে না। মাথার তালুতে রক্ত চলাচলও বৃদ্ধি করে থাকে। আমলকী চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments