শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
spot_img
Homeচুলের যত্নস্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের গোপন রহস্য | Sundor o Sashthoujjol Jolmole chuler gopon...

স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের গোপন রহস্য | Sundor o Sashthoujjol Jolmole chuler gopon Rohoshsho

স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের গোপন রহস্য | Sundor o Sashthoujjol Jolmole chuler gopon Rohoshsho

স্বাস্থ্যউজ্জ্বল ও সুন্দর  ঝলমলে রেশমি চুলের আকাঙ্ক্ষা প্রায় সকল নারীর থাকে। কিন্তু ভিবিন্ন কারনে  চুল পড়ে যাওয়া, চুলে রুক্ষতা চলে আসা, আগা ফাটার সমস্যা লেগেই থাকে। যার কারণে বেশীরভাগ নারীর কাছে স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুল পাওয়া সম্ভব হয় না। কিন্তু ১ টি মাত্র ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক আপনার চুলের হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে খুব সহজেই। জানতে চান স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের সিক্রেট ফর্মুলা?  আসুন তাহলে জেনে নিই

স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের গোপন রহস্য-

স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের গোপন রহস্য | Sundor o Sashthoujjol Jolmole chuler gopon Rohoshsho
স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুলের গোপন রহস্য | Sundor o Sashthoujjol Jolmole chuler gopon Rohoshsho

যা যা লাগবেঃ

– ১ টি পাকা কলা

– ২ টেবিল চামচ নারকেলের দুধ

– ১ টেবিল চামচ নারকেল তেল (অতিরিক্ত শুষ্ক চুল হলে আরেক চামচ যোগ করুন)

– ২ টেবিল চামচ মধু

পদ্ধতি ও ব্যবহারবিধিঃ

১ম ই কলা ছিলে খণ্ড করে নিন।তারপর একটি ব্লেন্ডারে উপরের সকল উপকরণ দিয়ে ব্লেন্ড করে ফেলুন।

– ৪০-৪৫ সেকেন্ড ব্লেন্ড করুন বা কলা একেবারে মিশে মসৃণ পেস্টের মতো তৈরি করার পর্যন্ত ব্লেন্ড করে নিন। ব্যস, আপনার ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক তৈরি করুন।

– তারপর চুল ভালো করে আঁচড়ে নিন। এরপর এই মিশ্রণটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে ফেলুন।

– চুলের ত্বকে  আলতো করে ম্যাসেজ করে নিন ৫ মিনিট। তারপর একটি শাওয়ার ক্যাপ বা প্ল্যাস্টিকের ব্যাগ দিয়ে চুল ও মাথা ঢেকে রাখুন।

– ৩০ মিনিট এভাবে রেখে আপনার সাধারণ শ্যাম্পু দিয়েই চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলুন।

১ম বার  ব্যবহারেই চুলে আমূল পরিবর্তন আপনার নজরে পড়বে। সপ্তাহে মাত্র ১ বার ব্যবহারেই  পাবেন ঝলমলে স্বাস্থ্যউজ্জ্বল চুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments