রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
Homeত্বকের যত্নBosonter Dag Sohoje Dur Korar Upay । ত্বক থেকে সহজ উপায়ে  দূর...

Bosonter Dag Sohoje Dur Korar Upay । ত্বক থেকে সহজ উপায়ে  দূর করুন বসন্তের দাগ

ত্বক থেকে সহজ উপায়ে  দূর করুন বসন্তের দাগ

ত্বকের অন্যতম সমস্যা হচ্ছে বসন্তের দাগ। এই দাগ ব্রণ বা অন্যান্য দাগের মতো না । বসন্ত হলে ত্বকে মধ্যে কালো কালো গর্তের সৃষ্টি হয়।যা সাধারণ কোনো কোন ক্রিমের ব্যবহারে ঠিক করা সম্ভব হয় না। এর জন্য বসন্তের দাগ দূর করতে প্রাকৃতিক উপায়  ব্যাবহার করা সবচেয়ে  ভালো উপায় সম্পকে জেনে নেয়া যাক।

সহজ-উপায়ে-ত্বক-থেকে-দূর-করুন-বসন্তের-দাগ-(2)
Bosonter Dag Sohoje Dur Korar Upay । ত্বক থেকে সহজ উপায়ে  দূর করুন বসন্তের দাগ

১) ডাবের পানির ব্যবহার

ত্বকের বিভিন্ম  দাগ দূর করার জন্য সবার আগে যে প্রাকৃতিক উপাদানটি  ব্যাবহার করা প্রয়োজন তা হচ্ছে ডাবের পানি। ডাবের পানির সাইটোকিন ত্বকের ক্ষতি পূরণ করে এবং দাগ দূর করে।

– ডাবের পানি বসন্ত সেরে যাওয়ার ঠিক পরপরই তুলোর বলের মাধ্যমে সরাসরি আক্রান্ত স্থানে লাগান।

দুই গ্লাস ডাবের পানি গোসলের পানিতে মিশান।

নিয়মিত অন্তত ১ গ্লাস ডাবের পানি পান করুন।

২) বেকিং সোডার ব্যবহার

বেকিং সোডার অ্যালকালাইন উপাদান ত্বকের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বসন্তের জন্য ত্বকে যে দাগ ও গর্তের সৃষ্টি হয় তা দূর করে । বসন্তের সমস্যা শেষ হয়ে গেলে এই পদ্ধতি ব্যবহার করুন।

দুই টেবিল চামচ বেকিং সোডাতে সামান্য পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন।

তারপর এই পেস্ট আক্রান্ত স্থানে স্ক্রাবের মতো লাগান। ত্বকে ম্যাসাজ করে  আলতো করে ঘষে নিন ১-২ মিনিট।

তারপর পানি ব্যাবহার করে  ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যাবহার করুন।

৩) লেবুর রসের ব্যবহার

লেবুর রসের সাইট্রিক অ্যাসিড ব্লিচের মতো কাজ করে। এর ফলে ত্বকের দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। এটি দাগের উপর লাগান। কিন্তু বসন্ত শেষ না হওয়া পর্যন্ত লেবুর রস ব্যবহার করবেন না।

– ১ চা চামচ লেবুর রস বের করুন ।একটি তুলোর বল এই লেবুর রসে ভিজিয়ে আক্রান্ত স্থানে ভালো করে লাগান।

১০ মিনিট এভাবে রাখুন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

– মনে রাখবেন নিয়মিত এই লেবুর রস ব্যবহারের কারণে আপনার ত্বক ফটোসেনসিটিভ হয়ে যায়, এর জন্য বাইরে বেরুলে অবশ্যই ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করে ফেলুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments